Logo
Logo
×

শিক্ষাঙ্গন

আন্তর্জাতিকমানের মডেলে ইবিকে সাজানোর আশ্বাস উপাচার্যের

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৯ পিএম

আন্তর্জাতিকমানের মডেলে ইবিকে সাজানোর আশ্বাস উপাচার্যের

শিক্ষা সংস্কার বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় সভায় ইসলামী বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিকমানের মডেলে সাজানোর আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

তিনি বলেন, ‘আমি আপনাদের সব প্রস্তাব পূরণে আইন মেনে কাজ করব। আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সমূহের মডেলকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুসরণ করার চেষ্টা করব। ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য ছিল একটি আন্তর্জাতিকমানের বিশ্ববিদ্যালয়। আমি এই ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য সবাইকে নিয়ে নিরলস চেষ্টা করার প্রতিজ্ঞা করছি।

সোমবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত উন্মুক্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের আর্থিক এবং প্রশাসনিক দায়িত্ব পালন করা থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আবম সিদ্দিকুর রহমান আশ্রাফীসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি ও বিভিন্ন বিভাগের শিক্ষক ও সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এসএম সুইট বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক রাজনীতি, প্রশাসন ও বিভাগ সংক্রান্ত, পরিবহণ ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সেবাসহ গুরুত্বপূর্ণ ১৪টি দপ্তরের ৪৬টি সংস্কার প্রস্তাবনা তুলে ধরেন। পরে সাধারণ শিক্ষার্থীরা উন্মুক্ত প্রস্তাবনায় উপাচার্য বরাবর বিভিন্ন ধরনের দাবি জানান।

সভায় উপাচার্য আরও বলেন, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় একটি স্পেশালাইজড বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য হচ্ছে আধুনিক শিক্ষার সঙ্গে ইসলামী শিক্ষার সমন্বয় সাধন করা। আধুনিক শিক্ষাকে বাদ দিয়ে যেমন জাগতিক জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করা যাবে না, তদ্রূপ ইসলামী শিক্ষার উন্নয়ন না ঘটালে সুন্দর সমাজ গঠনের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হবে না। এজন্য আমার মূল কাজ হবে শিক্ষার সংস্কার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম