৬ মাসেও ফল না দেওয়ায় বাকৃবিতে বিভাগীয় প্রধান অবরুদ্ধ
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৬ পিএম
পরীক্ষা দেওয়ার ৬ মাস পার হয়ে গেলেও ফলাফল না দেওয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি রসায়ন বিভাগের বিভাগীয় প্রধানকে অবরুদ্ধ করেছেন ওই বিভাগের স্নাতকোত্তর ২য় সেমিস্টারের শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা করিম ভবনের সামনের গেটে তালা লাগিয়ে দেন।
রোববার দুপুরে ওই ঘটনা ঘটে। এতে বিপাকে পড়েন অন্য শিক্ষার্থীরা। দুপুর ২টায় ভেটেরিনারি অনুষদের ৫ম বর্ষে শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন চৌধুরীর খাতা না জমা দেওয়ার কারণে তাদের ফলাফল আটকে রয়েছে।
শিক্ষার্থীরা জানান, ২৪ মার্চ আমরা পরীক্ষা শেষ করেছি। এদিকে অক্টোবরের ৭ তারিখ আমাদের থিসিসের জন্য ফর্ম পূরণের নোটিশ দিয়েছেন; কিন্তু ফলাফল ছাড়া ফর্ম পূরণ করা যাবে না। ড. মো. আখতার হোসেন চৌধুরী আমাদের দুটি কোর্সের শিক্ষক ছিলেন। তার সেই দুটি কোর্সের খাতা জমা না দেওয়ার কারণে ফলাফল দিতে দেরি হচ্ছে। তিনি কোনো নিয়মের তোয়াক্কা করেন না। এখন তিনি অনলাইনে ক্লাস নিচ্ছেন। আমরা আজকেই ফলাফল চাই।
কৃষি রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মৌসুমী আকতার বলেন, তাকে বিভাগ থেকে তিনবার নোটিশ দিয়ে খাতা চাওয়া হয়েছে; কিন্তু এখন পর্যন্ত তিনি জমা দেননি। সর্বশেষ ৩ সেপ্টেম্বর তাকে নোটিশ দেওয়া হয়েছে। তিনি খাতা জমা দিলেই আমরা ফলাফল প্রকাশ করতে পারব।
এ বিষয়ে কথা বলার জন্যে অধ্যাপক ড. মো. আখতার হোসেন চৌধুরীকে যোগাযোগ চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।