Logo
Logo
×

শিক্ষাঙ্গন

রাবিতে পুরোদমে চলছে ক্লাস-পরীক্ষা, তবু সেশনজটের শঙ্কা

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৯ পিএম

রাবিতে পুরোদমে চলছে ক্লাস-পরীক্ষা, তবু সেশনজটের শঙ্কা

দীর্ঘ বিরতির পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পুরোদমে একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। দুই মাসেরও অধিক সময় পর ক্লাস শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তবে দীর্ঘদিন ধরে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় সেশন জটে পড়ার শঙ্কা জানিয়েছেন অনেকেই। এটি থেকে উত্তরণে ধারাবাহিকভাবে ক্লাস-পরীক্ষা নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ ২০২৩-২৪ সেশনের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয় গত ২২ সেপ্টেম্বর । এতে নবীন শিক্ষার্থীদের পদচারণায় বেড়েছে ক্যাম্পাসের প্রাণচাঞ্চল্য।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন বলেন, ‘একাডেমিক কার্যক্রম শুরু করার জন্য প্রত্যেকটি বিভাগকে চিঠির মাধ্যমে নির্দেশনা হয়েছিল। এরই প্রেক্ষিতে ১১ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হয়েছে।’ 

ক্যাম্পাস ঘুরে দেখা যায়,  শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগে ক্লাস করতে এসেছেন। অনেকেই ক্লাসের ফাঁকে চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন। দুপুরে ক্যাম্পাসের ভ্রাম্যমাণ দোকানগুলোতে শিক্ষার্থীদের খাবার খেতে দেখা গেছে। দীর্ঘদিন পর একাডেমিক কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষার্থীদের চোখে-মুখে উচ্ছ্বাস দেখা যায়।  

দীর্ঘদিন ক্লাস বন্ধ থাকায় সেশন জটের শঙ্কা প্রকাশ করে ইসলামিক স্টাডিজ এবং সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাহিদুজ্জামান আবিদ যুগান্তরকে বলেন, ‘নানা সমস্যা-সংগ্রামের পর একটু স্বস্থির নিশ্বাস ফেলতে পারছি। আমাদের বিভাগে ক্লাস শুরু হয়েছে। তবে আমাদের সেমিস্টার পরীক্ষা হওয়ার কথা ছিল আগস্টে কিন্তু সেটার এখনো কোনো আপডেট নেই। সেশনজট নিরসনে নিয়মিত ক্লাস নিয়ে দ্রুত সময়ের মধ্যে যেন পরীক্ষার আয়োজন করা হয় সেই দাবি জানাচ্ছি।’ 

নানা প্রতিবন্ধকতার কারণে চার বছরের স্নাতক প্রায় ছয় বছরেও শেষ করতে পারেননি শিক্ষা ও গবেষাণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ফজলে রাব্বি। তিনি বলেন, ‘প্রায় ছয় বছর হয়ে গেলো কিন্তু এখনো স্নাতক শেষ করতে পারিনি। আমাদের ইনস্টিটিউটে শিক্ষকের ঘাটতি থাকায় নিয়মিত ক্লাস-পরীক্ষা হয়নি।’ এই সেশনজট কমিয়ে আনতে শিক্ষক নিয়োগ দেওয়াসহ কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। 

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ক্লাস শুরু হয়েছে। বিভিন্ন বিভাগে সেশনজট কমিয়ে আনতে কার্যকরী কিছু পদক্ষেপ গ্রহণ করবো।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম