Logo
Logo
×

শিক্ষাঙ্গন

সড়ক দুর্ঘটনায় ইবি শিক্ষার্থীর মৃত্যুতে বিক্ষোভ

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩২ পিএম

সড়ক দুর্ঘটনায় ইবি শিক্ষার্থীর মৃত্যুতে বিক্ষোভ

সড়ক দুর্ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী মনির হোসেনের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও সুষ্ঠু বিচারসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেন তারা। এ সময় মহাসড়কে কুষ্টিয়া ও ঝিনাইদহ অভিমুখে উভয়দিকে কাঠের গুঁড়ি ফেলে রাস্তা আটকে দিলে উভয়দিকে যানজটের সৃষ্টি হয়।

নিরাপদ সড়কের দাবিতে এ সময় বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী সমাবেশে অংশ নেন। পরে বিকাল ৫টায় রাস্তা ছেড়ে দেন তারা।

এ সময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘পুলিশের খামখেয়ালি, মানি না মানবো না’, ‘ট্রাফিকের অবহেলা মানি না, মানবো না’, ‘মনির ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। এছাড়া তারা ‘ট্রাফিক আইনের বাস্তবায়ন চাই’, ‘অকাল মৃত্যু বন্ধ হবে কবে’, ‘নিরাপদ সড়ক চাই’, ‘মনির হত্যার বিচার চাই’, ‘মনির হত্যার ক্ষতিপূরণ চাই’সহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

তাদের দাবিগুলো হলো- সড়ক দুর্ঘটনায় ড্রাইভারসহ দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে, নিরাপদ সড়ক নিশ্চিত করতে হবে, নিহতের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, ট্রাফিক আইন বাস্তবায়ন ও হাইওয়ে পুলিশের খামখেয়ালি আচরণ বন্ধ করতে হবে এবং ক্যাম্পাস থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহ পর্যন্ত মহাসড়ক সংস্কার করতে হবে।

এ সময় শিক্ষার্থীরা বলেন, এ দেশে সড়ক দুর্ঘটনা রোধে সরকারিভাবে কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না। সরকারের কাছে আমাদের দাবি থাকবে, সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনুন। আমরা ট্রাফিক আইনের পুরোপুরি বাস্তবায়ন চাই। বিশ্ববিদ্যালয়ের সামনের কুষ্টিয়া-খুলনা মহাসড়কের দ্রুত সংস্কার করতে হবে। আমরা আর কোনো ফুটন্ত গোলাপ ঝরতে দিতে চাই না। অতিদ্রুত দোষীদের সুষ্ঠু বিচারের মাধ্যমে শাস্তি দিতে হবে।

এ বিষয়ে চৌড়হাস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস বলেন, তাদের ৫ দফা দাবির মধ্যে ৩টি দাবি আমরা পূরণে আমরা সর্বাত্মক চেষ্টা করব। দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসা, নিরাপদ সড়ক এবং ট্রাফিক আইন বাস্তবায়ন। এছাড়া বাকি ২টি দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পূরণ করতে পারবে। এ ঘটনায় ইতোমধ্যে ট্রাক এবং সিএনজি চালকের নামে কুমারখালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

ক্ষতিপূরণের বিষয়ে কুষ্টিয়া জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আক্তার বলেন, এ বিষয়ে আমাদের কাছে এখনো কোনো আবেদন আসেনি। সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে যদি কেউ ক্ষতি পূরণের বিষয়ে নিয়মানুযায়ী আমাদের কাছে আবেদন জানায় তাহলে আমরা আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম