Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ইউসিএসআই ইউনিভার্সিটির সহ-উপাচার্য হলেন অধ্যাপক এনামুল হক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৬ পিএম

ইউসিএসআই ইউনিভার্সিটির সহ-উপাচার্য হলেন অধ্যাপক এনামুল হক

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের সহ-উপাচার্যের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. একে এনামুল হক। গত ১ সেপ্টেম্বর বরেণ্য এই অর্থনীতিবিদকে দায়িত্ব প্রদান করা হয়।

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে যোগদানের পূর্বে তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভাগীয় প্রধান ও অধ্যাপকের দায়িত্ব পালন করেন। ৩০ বছরের একাডেমিক ক্যারিয়ারে শিক্ষা ও গবেষণা কার্যক্রমের মাধ্যমে বিশ্ব জলবায়ু পরিবর্তন, কৃষি ও নগরায়ন বিষয়ে বিশেষ অবদান রেখেছেন তিনি।

অধ্যাপক ড. একে এনামুল হক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনপ্রাপ্ত ১২ সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটির অন্যতম প্রধান সদস্য। এছাড়াও তিনি এশিয়ান সেন্টার ফর ডেভেলপমেন্টের কার্যনির্বাহী পরিচালক এবং ইকোনমিক রিসার্চ গ্রুপের পরিচালক। 

শিক্ষাজীবনে অধ্যাপক ড. একে এনামুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি কানাডার ইউনিভার্সিটি অব গুয়েলফ থেকে এগ্রিকালচারাল ইকোনোমিক্স ও ন্যাচারাল রিসোর্স ইকোনোমিক্স বিষয়ে স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম