Logo
Logo
×

শিক্ষাঙ্গন

‘দুর্নীতি করব না করতেও দেব না’ -ইবি উপাচার্য

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪০ পিএম

‘দুর্নীতি করব না করতেও দেব না’ -ইবি উপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তার নিজ কর্মস্থলে যোগদান করেছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে তিনি ক্যাম্পাসে পৌঁছান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তাকে স্বাগত জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে তিনি উপাচার্যের কার্যালয়ে এসে যোগদানপত্রে স্বাক্ষর করেন।

বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আসর নামাজ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। পরে প্রশাসন ভবন চত্বরে বিএনসিসির সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন। বিকাল সাড়ে ৫টায় শহিদ মিনার, স্মৃতিসৌধ ও মুক্তবাংলা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ড. নসরুল্লাহ।

নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘আমি এ বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি এখানে ক্ষমতার জন্য আসিনি, এসেছি দায়িত্ব পালন করতে। আমি এবং আমার শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরনের বলয় থাকবে না। আমি নিজে দুর্নীতি করব না, অপরকেও দুর্নীতি করতে দেব না তার শতভাগ গ্যারান্টি দিলাম। সর্বোপরি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এ বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে কাজ করব।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম