Logo
Logo
×

শিক্ষাঙ্গন

জাবিতে ৪৪তম ব্যাচের রাজা নিক্সন, রানী ঈষিকা

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৩ পিএম

জাবিতে ৪৪তম ব্যাচের রাজা নিক্সন, রানী ঈষিকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৪তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব উপলক্ষে রাজা-রানী নির্বাচন সম্পন্ন হয়েছে। 

নির্বাচনে রাজা পদে নির্বাচিত হয়েছেন নিক্সন খান ও রানি পদে নির্বাচিত হয়েছেন সাকিনা ইসলাম ঈষিকা। তারা বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ব বিভাগের শিক্ষার্থী।

শুক্রবার জাকসু ভবনে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর ভোট গণনা শেষে রাতে রাজা-রানী নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

এবারের নির্বাচনে রাজা পদে দুইজন এবং রানি পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪৪ ব্যাচ থেকে মোট ভোটার সংখ্যা ছিল ২ হাজার ১২৫ জন। রাজা পদে ৭০৫টি ও রানী পদে ৬৯৯টি ভোট কাস্ট হয়েছে।

সর্বোচ্চ ৪৮৫ ভোট পেয়ে রাজা নির্বাচিত হয়েছেন নিক্সন খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাকিল মাহমুদ মিহির পেয়েছেন ২২০ ভোট। অন্যদিকে, ৩৭৭ ভোট পেয়ে রানি নির্বাচিত হয়েছেন সাকিনা ইসলাম ঈষিকা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুনতাকা ইবনাত তুবা পেয়েছেন ৩২২ ভোট।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম