Logo
Logo
×

শিক্ষাঙ্গন

চবিতে উপাচার্য নিয়োগের দাবিতে ফের প্রধান ফটকে তালা

Icon

চবি প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩২ পিএম

চবিতে উপাচার্য নিয়োগের দাবিতে ফের প্রধান ফটকে তালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে ফের প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে জিরো পয়েন্টসংলগ্ন মূল ফটকে তালা দিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এর আগে একই দাবিতে কয়েক দফা আলটিমেটাম, মানববন্ধন ও মূল ফটকে তালা দেন শিক্ষার্থীরা।

চবি শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, গত এক মাস চবিতে উপাচার্য নেই। এর মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হলেও চবিতে হয়নি। অন্য বিশ্ববিদ্যালয়ে যেখানে ক্লাস ও হল চালু হয়েছে, চবিতে সেখানে ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে।

আরেক শিক্ষার্থী হাবিবুল্লাহ খালেদ বলেন, ভৌগোলিকভাবে শহর থেকে দূরে হওয়ায় চবির দিকে নজর দেওয়া হচ্ছে না।

শেখ হাসিনা সরকারের পতনের পর শিক্ষার্থীদের তোপের মুখে গত ১২ আগস্ট চবির উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের অব্যাহতি চান। ফলে গত এক মাস উপাচার্যহীন রয়েছে বিশ্ববিদ্যালয়টি। বন্ধ রয়েছে ক্লাস ও পরীক্ষা। ফলে অনিশ্চয়তা ও সেশন জটের শঙ্কায় রয়েছেন শিক্ষার্থীরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম