Logo
Logo
×

শিক্ষাঙ্গন

বাউয়েটের নতুন রেজিস্ট্রার কেএফএ সোহেল

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩০ পিএম

বাউয়েটের নতুন রেজিস্ট্রার কেএফএ সোহেল

নাটোরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) নতুন রেজিস্ট্রার হিসেবে যোগদান করেছেন অবসরপ্রাপ্ত লে. কর্নেল কেএফএ সোহেল। তিনি লে. কর্নেল শেখ সানি মোহাম্মদ তালহার (অব.) স্থলাভিষিক্ত হলেন। 

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে দায়িত্ব দেন। 

বাউয়েটে যোগদানের আগে তিনি ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্টের ই-পাসপোর্ট প্রজেক্টে ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। 

তিনি ১৯৯৩ সালে বরিশাল ক্যাডেট কলেজ থেকে এসএসসি, ১৯৯৫ সালে এইচএসসি, বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ১৯৯৭ সালে বিএ (পাশ), বিইউপি থেকে ২০১৯ সালে ডিপ্লোমা ইন অ্যারাবিক ডিগ্রিপ্রাপ্ত হন এবং বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স ইন ইসলামিক স্টাডিসে অধ্যয়নরত আছেন। 

তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেনেন্ট হিসেবে ১১ ডিসেম্বর ১৯৯৭ সালে কমিশনপ্রাপ্ত হন। 

তিনি দেশ ও দেশের বাহিরে বিভিন্ন প্রশিক্ষণ, নিরীক্ষণ ও প্রেষণে নিয়োজিত ছিলেন। দেশের বাহিরে তিনি কঙ্গো এবং আইভরি কোস্টে জাতিসংঘ মিশনে কর্মরত ছিলেন। 

এছাড়া তিনি তুরস্ক, ইংল্যান্ড, সৌদি আরব, মালয়েশিয়া এবং উগান্ডা সফর করেন। তার এক ছেলে এবং এক মেয়ে রয়েছেন। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম