Logo
Logo
×

শিক্ষাঙ্গন

পদত্যাগ করলেন রাবির রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৮ পিএম

পদত্যাগ করলেন রাবির রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. তারিকুল হাসান পদত্যাগ করেছেন। 

মঙ্গলবার সকালে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর রহমান প্রামাণিক বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন রেজিস্ট্রার। 

এর আগে সোমবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসানকে পদত্যাগ করতে মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত সময়সীমা বেধে দেন। 

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর, ছাত্র উপদেষ্টাসহ প্রশাসনের অন্তত ৭৮ ঊর্ধ্বতন কর্মকর্তা পদত্যাগ করেছেন। ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম