Logo
Logo
×

শিক্ষাঙ্গন

রাবি শিক্ষক মুসতাককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৫ পিএম

রাবি শিক্ষক মুসতাককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি

ড. মুসতাক আহমেদ।

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মুসতাক আহমেদকে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগের তদন্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই অব্যাহতি বলবৎ থাকবে।  

সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল। 

ছাত্রলীগ নেতাকে ভুয়া প্রত্যয়নপত্র, রাবি অধ্যাপককে অপসারণ দাবি

অব্যাহতির বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল বলেন,  ‘গতকাল অধ্যাপক মুসতাক আহমেদের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ পত্র জমা দেন৷ পরবর্তীতে শিক্ষার্থীরা বিভাগের কাছে দাবি জানায় বিচার না হওয়া পর্যন্ত যেন অভিযুক্ত ওই শিক্ষক কোনো প্রকার একাডেমিক কার্যক্রমের সঙ্গে যুক্ত না থাকে। শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে আজ একাডেমিক কমিটির সর্বসম্মতিক্রমে  তাকে অব্যহতি দেওয়া হয়েছে। প্রশাসনের কাছে পাঠানো অভিযোগের তদন্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিভাগের কার্যক্রম থেকে এ অব্যাহতি বলবৎ থাকবে।’

এর আগে রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে বিভাগের অর্থ আত্মসাৎ, নিয়মিত ক্লাস না নেওয়া, পরীক্ষার খাতায় অনৈতিক সুবিধা দেওয়া, নারী শিক্ষার্থীদের সঙ্গে হয়রানিমূলক আচরণসহ নানা অভিযোগের তথ্য প্রমাণাদি একটি পাঁচ পৃষ্ঠার অভিযোগপত্র জমা দেন ওই বিভাগের শিক্ষার্থীরা 

অভিযোগপত্রে সেই শিক্ষককে চাকরিচ্যুত ও অপসারণের দাবি জানায় বিভাগের শিক্ষার্থীরা। একইসঙ্গে তদন্তে চলাকালীন অধ্যাপক মুসতাক আহমেদ যেন বিভাগের কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে না থাকেন সেই মর্মে বিভাগের সভাপতির কাছে  আরেকটি লিখিত অভিযোগপত্র জমা দেন শিক্ষার্থীরা। এরপরিপ্রেক্ষিতে সোমবার বিভাগের একাডেমিক কমিটির মিটিংয়ে নেওয়া সিদ্ধান্তে অধ্যাপক মুসতাক আহমেদকে বিভাগের সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। 


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম