Logo
Logo
×

শিক্ষাঙ্গন

কাল জবিতে চ্যারিটি কনসার্টে গাইবেন ১১ ব্যান্ড দল

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ০৯:১৭ পিএম

কাল জবিতে চ্যারিটি কনসার্টে গাইবেন ১১ ব্যান্ড দল

বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চ্যারিটি কনসার্ট আয়োজন করা হয়েছে।

বুধবার ‘কনসার্ট ফর ফ্লাড ভিকটিম’ শিরোনামে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে কনসার্টটি অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আল আরাবি বলেন, আমাদের মিউজিসিয়ানদের একটা গ্রুপ আজকে (সোমবার) ফেনীর দিকে গিয়েছে, তাই কনসার্ট একদিন পেছানোর সিদ্ধান্ত হয়েছে। প্রায় ৮০০ টিকিট ইতোমধ্যে বিক্রি হয়েছে। কনসার্টের টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। কেউ এর বেশি দিয়ে কিনতে চাইলেও কিনতে পারবেন।

জানা গেছে, কনসার্টে বিনা পারশ্রমিকে গান গাইবেন শিরোনামহীন, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে, ওউনড, আপেক্ষিক, চাঁন্দের গাড়ি, অ্যাভার্স অব বাংলাদেশ, আর্ট অব হ্যাভেন, একে রাহুল এন্ড ব্লাক জ্যাং, প্রতিবিম্ব, শেফার্ডস ব্যান্ডদলগুলো।

কনসার্ট আয়োজন বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়সাল কবির বলেন, বর্তমানে আমাদের দেশটা একটি ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানব সৃষ্ট এ দুর্যোগ পরিস্থিতির জন্য আন্তর্জাতিক মহলে যে ষড়যন্ত্র চলছে তার প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা গায়ক, আমাদের আয়ের একমাত্র উৎস সঙ্গীত। আমরা এই সংকটকালীন মুহূর্তে যদি কিছু করতে পারি সেটাও গানের মাধ্যমে। যত দ্রুত সম্ভব বন্যার্তদের পাশে দাঁড়ানো আমাদের মুখ্য উদ্দেশ্য। বন্যার্তদের সহযোগিতার জন্যই আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন বন্যার্তদের জন্য একটি কনসার্টের আয়োজন করেছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম