Logo
Logo
×

শিক্ষাঙ্গন

লংমার্চে গুলিবিদ্ধ, ‘নতুন ভোর’ দেখে চিরতরে চোখ বুজলেন কুবি শিক্ষার্থী কাইয়ূম

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ১১:২১ পিএম

লংমার্চে গুলিবিদ্ধ, ‘নতুন ভোর’ দেখে চিরতরে চোখ বুজলেন কুবি শিক্ষার্থী কাইয়ূম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবদুল কাইয়ুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

মঙ্গলবার এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবু তাহের এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

এর আগে গত ৫ আগস্ট কোটা আন্দোলনকারীদের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে গুলিবিদ্ধ হন কাইয়ূম। এরপর আজ সকাল ৯টায় মৃত্যুবরণ করেছেন তিনি।

বিবৃতিতে তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানায় শিক্ষক সমিতি। পাশাপাশি প্রশাসন ও রাষ্ট্রের কাছে তার অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের দ্রুত সময়ে সুষ্ঠু বিচারের দাবি জানান তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম