Logo
Logo
×

শিক্ষাঙ্গন

সাঁজোয়া যান নিয়ে ঢাবি ক্যাম্পাসে পুলিশ 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৯:০৬ পিএম

সাঁজোয়া যান নিয়ে ঢাবি ক্যাম্পাসে পুলিশ 

ছবি: সংগৃহীত

দিনভর থেমে থেমে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সাঁজোয়া যানসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় অবস্থান নিয়েছে পুলিশ। 

সোমবার সন্ধ্যার পর ঢাবির দোয়েল চত্বর এলাকা থেকে অভিযান শুরু করে তারা। এ সময় আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি গ্রুপ এবং পুলিশের সাঁজোয়া যান একসঙ্গে সামনের দিকে যেতে দেখা যায়।

জরুরি বৈঠকে ৫ সিদ্ধান্ত নিল ঢাকা বিশ্ববিদ্যালয়

এর আগে ঢাকা মেডিকেল এলাকায় ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের পর ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে অবস্থান নেয় কোটা সংস্কার আন্দোলনকারীদের একাংশ। তখন হলের সামনের সড়কে অবস্থান নেয় ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাবি ও মহানগর শাখার নেতা-কর্মীরা।

এ সময় বেশ কয়েকটা ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরে সন্ধ্যা ৭ টার দিকে পুলিশের একটা ফোর্স সাঁজোয়া যানসহ শহীদুল্লাহ হলের সামনে অবস্থান নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত হলের সামনে পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অবস্থান করছে। হলের ভেতরে আন্দোলনকারী আটকা পড়েছে।

উপস্থিত পুলিশের কর্মকর্তারা গণমাধ্যমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। সেখানে শহীদুল্লাহ্ হলের প্রাধ্যক্ষ ড. মুহাম্মদ জাবেদ হোসেনও  উপস্থিত আছেন।

সোমবারের এই সংঘর্ষে ইতোমধ্যে দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে অন্তত ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম