Logo
Logo
×

শিক্ষাঙ্গন

বৃষ্টি উপেক্ষা করে বাকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ 

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ০৭:৫৬ পিএম

বৃষ্টি উপেক্ষা করে বাকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ 

কোটা আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে শুক্রবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ছবি:যুগান্তর

সারা দেশে কোটা আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

শুক্রবার বিকাল ৫টায় হামলার প্রতিবাদে মুক্তমঞ্চে জড়ো হন শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কে আর মার্কেট হয়ে আব্দুল জব্বার মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে বৃষ্টির মধ্যেই বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। 

এ সময় বক্তারা আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানান এবং সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি করেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করে তাদের ওপর পুলিশি হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ হামলার মাধ্যমে শিক্ষার্থীদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণ অগণতান্ত্রিক।

তারা আরও জানান, যদি এ হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি না দেওয়া হয়, তবে তারা আরও কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম