সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ শাবি শিক্ষার্থীদের
শাবি প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ১০:৫৫ পিএম
হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে পঞ্চম দিনের মতো আন্দোলনে নেমেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
কোটা বাতিলের দাবিতে বাংলা ব্লকেড ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
রোববার বিকাল সাড়ে ৩টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। প্রধান ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন তারা।
পরে বিকাল ৪টা ১০ মিনিটে সমস্বরে জাতীয় সঙ্গীত গায় আন্দোলনকারীরা। এ সময় শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা দেন তারা। এদিকে অবরোধের ফলে সড়কের দুইপাশে দীর্ঘ যানজট হয়। অনেকে হেঁটেই পার হন সমাবেশস্থল। তবে জরুরি কাজের যানবাহনসহ অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়া হয়।
এর আগে শনিবার বৃষ্টি উপেক্ষা করে সড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিন প্রায় পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ করলে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।