Logo
Logo
×

শিক্ষাঙ্গন

চবি শিক্ষার্থীদের চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক অবরোধ

Icon

চবি প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ০৬:৩২ পিএম

চবি শিক্ষার্থীদের চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক অবরোধ

কোটা বাতিলের দাবিতে এবার চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক অবরোধ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। বুধবার সোয়া ১২টা থেকে প্রায় এক ঘণ্টা এ সড়ক অবরোধ করে রাখেন তারা। এতে দুদিকে প্রায় ছয় কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

এর আগে বেলা ১১টায় চবির শহিদ মিনার প্রাঙ্গণে অবস্থান নেন তারা। পরে লংমার্চ করে চবির জিরোপয়েন্ট থেকে প্রায় দুই কিলোমিটার দূরের চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক অবরোধ করেন প্রায় ৪০০ শিক্ষার্থী।

আরবি বিভাগের শিক্ষার্থী মশিউর রহমান সোহাগ যুগান্তরকে বলেন, আমরা সড়ক অবরোধ করলেও অ্যাম্বুলেন্স ও রোগী বহনকারী প্রায় ২০টি গাড়ি ছেড়ে দিই। দাবি না মানলে বৃহস্পতিবার ফের আন্দোলন করব আমরা।

অবরোধে আরও বক্তব্য দেন- নাট্যকলা বিভাগের শিক্ষার্থী খান তালাত মোহাম্মদ রাফি, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আবদুর রহমান, দর্শন বিভাগের রাসেল আহমেদ প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম