Logo
Logo
×

শিক্ষাঙ্গন

চবিতে ভর্তি হতে দিতে হবে ডোপ টেস্ট

Icon

চবি প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৪, ১০:৫৭ পিএম

চবিতে ভর্তি হতে দিতে হবে ডোপ টেস্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ডোপ টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার চবি উপাচার্য অধ্যাপক মো. আবু তাহেরের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের চবিতে চূড়ান্ত ভর্তির আগে ডোপ টেস্টে উত্তীর্ণ হতে হবে। ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ এলে ভর্তি বাতিল করবে প্রশাসন।

চবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, মাদক নিয়ন্ত্রণে আমরা এ বছর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ডোপ টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছি। যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের ডোপ টেস্ট করা হবে। এরপর পর্যায়ক্রমে আমাদের অন্যান্য শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মীদের এর আওতায় আনব।

সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, আমরা দেশের স্বার্থে এ উদ্যোগ নিয়েছি। শিক্ষার্থীদের রক্তের বা ইউরিনের নমুনা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দিতে হবে এবং পরীক্ষার ফলাফল চূড়ান্ত তালিকার জন্য প্রশাসনের কাছে জমা দেওয়া হবে। যদি কেউ পজিটিভ হন, তাহলে তিনি ভর্তি হতে পারবেন না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম