Logo
Logo
×

শিক্ষাঙ্গন

পদ্মার পাড়ে আড্ডা, রাসেল ভাইপারের কামড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৪, ০৮:৩৫ পিএম

পদ্মার পাড়ে আড্ডা, রাসেল ভাইপারের কামড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

পদ্মা নদীর পাড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় বিষধর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপের কামড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত ওই শিক্ষার্থীর নাম শাকিনুর রহমান সাব্বির। তিনি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলায়।

সাব্বিরের সহপাঠী সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় কয়েকজন বন্ধু মিলে পদ্মার পাড়ে বসে আড্ডা দিচ্ছিলেন সাব্বির। এ সময় বিষধর রাসেল ভাইপার সাপ সাব্বিরকে কামড় দেয়। তার বন্ধুরা তৎক্ষণাৎ সাপটিকে মেরে দ্রুত সাব্বিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সোমবার সাব্বির আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম