গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৩.৯৮ শতাংশ
জবি প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ০৯:৫৬ পিএম
ফাইল ছবি
গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাশ করেছেন ৫০ হাজার ৭৬১ জন, যা মোট পরীক্ষার্থীর ৩৩ দশমিক ৯৮ শতাংশ। মঙ্গলবার এই ফল প্রকাশ করা হয়।
জানা গেছে, ‘এ’ ইউনিটে মোট আবেদন করেছিলেন ১ লাখ ৭০ হাজার ৬৯৯ জন। এদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১ লাখ ৪৯ হাজার ৩৯১ জন। ৩০ নাম্বারের বেশি পেয়ে পরীক্ষায় পাশ করেছেন ৫০ হাজার ৭৬১ জন।