Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ঢাবিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ৮৯ শতাংশই ফেল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ০৩:৫৮ পিএম

ঢাবিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ৮৯ শতাংশই ফেল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ১০ দশমিক ০৭ শতাংশ। ভর্তি পরীক্ষায় পাস করেছেন ১০ হাজার।

আরও পড়ুন: ঢাবির সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার পর অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এ ফলাফল প্রকাশ করেন।

এ বছর 'কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট'-এর ভর্তি পরীক্ষায় ১ লক্ষ ২ হাজার জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাসের সংখ্যা ১০হাজার ২শ' ৭৫ জন। পাসের হার ১০.০৭ শতাংশ। এই ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ২হাজার ৯৩৪টি।

'বিজ্ঞান ইউনিট'-এর ভর্তি পরীক্ষায় ১ লক্ষ ৯ হাজার ৩৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাসের সংখ্যা ৯ হাজার৭২৩ জন। পাসের হার ৮.৮৯ শতাংশ। এই ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ১হাজার ৮৫১টি। 'ব্যবসায় শিক্ষা ইউনিট'-এর ভর্তি পরীক্ষায় ৩৪ হাজার ৩৬৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাসের সংখ্যা ৪ হাজার ৫৮২ জন। পাসের হার ১৩.৩৩%। এই ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ১হাজার ৫০টি। 'চারুকলা ইউনিট'-এর ভর্তি পরীক্ষায় ৪ হাজার ৫১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাসের সংখ্যা ৫৩০ জন। পাসের হার ১১.৭৫%। এই ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ১৩০টি। 

পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া, টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে 'কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট'-এর জন্য DU ALS <roll no>,

'বিজ্ঞান ইউনিট'-এর জন্য DU SCI <roll no>, 'ব্যবসায় শিক্ষা ইউনিট'-এর জন্য DU BUS <roll no> এবং 'চারুকলা ইউনিট'-এর জন্য DU FRT <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে আগামী ৩ এপ্রিল ২০২৪ বিকাল ৩টা থেকে ২৫ এপ্রিল ২০২৪ রাত ১১.৫৯টা পর্যন্ত পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

বিভিন্ন কোটায় আবেদনকারী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ২১ এপ্রিল ২০২৪ থেকে ২৫ এপ্রিল ২০২৪ তারিখের মধ্যে অফিস চলাকালীন সংশ্লিষ্ট অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে একই অফিসে জমা দিতে হবে। ফলাফল

নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ৩১ মার্চ ২০২৪ থেকে ৪ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম