Logo
Logo
×

শিক্ষাঙ্গন

চিরনিদ্রায় শায়িত ঢাবি অধ্যাপক জিয়া রহমান 

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ০৮:৫৯ পিএম

চিরনিদ্রায় শায়িত ঢাবি অধ্যাপক জিয়া রহমান 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমানকে মিরপুরের শহিদ বুদ্ধিজীবী করবে দাফন করা হয়েছে। 

এর আগে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ঢাবি ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদে। সেখানে সহকর্মী, বন্ধুবান্ধব, শিক্ষার্থী, কর্মচারীসহ নানা শ্রেণি পেশার মানুষের শ্রদ্ধায় সিক্ত হয়ে ক্যাম্পাস থেকে শেষ বিদায় নেন এ অধ্যাপক।

শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তারা জানাজা অনুষ্ঠিত হয়। ঢাবির কেন্দ্রীয় মসজিদের সিনিয়র ইমাম ও খতিব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন তার জানাজায় ইমামতি করেন। 

এর আগে শনিবার ভোর চারটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন অপরাধবিজ্ঞান বিভাগের এই অধ্যাপক। প্রায় তিন দশকের চাকরি জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও বিভিন্ন প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগপন্থি এই শিক্ষক নেতা। 

সর্বশেষ ২০২২ সালের জানুয়ারিতে তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন নির্বাচিত হন৷

ভোরে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করার পর সকালে অধ্যাপক জিয়া রহমানের মরদেহ ক্যাম্পাসের শহিদ মুনীর চৌধুরী ভবনের বাসভবনে নিয়ে আসা হয়। 

সহকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনেরা সেখানে ভিড় করেন৷ সেখান থেকে মরদেহ নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে। 

পরে বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা হয়। জিয়া রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহিদ মুনীর চৌধুরী ভবনে থাকতেন। 
মিরপুরে নিজেদের বাসভবনের পার্শ্ববর্তী মসজিদে বাদ আসর জিয়া রহমানের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম