Logo
Logo
×

শিক্ষাঙ্গন

অছাত্রদের হল ছাড়া করতে কঠোর পদক্ষেপ নিল জাবি

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৪, ০১:২৯ পিএম

অছাত্রদের হল ছাড়া করতে কঠোর পদক্ষেপ নিল জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীরা আগামী ১৭ এপ্রিলের মধ্যে হল ত্যাগ না করলে স্থায়ীভাবে তাদের সনদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

আরও পড়ুন: ৫ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার, দুই জনের সনদ বাতিল

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ এপ্রিলের মধ্যে ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীরা নিজ নিজ হল ত্যাগ করতে হবে।

অন্যথায় উক্ত শিক্ষার্থীদের সনদ স্থায়ীভাবে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এর পরেও যদি নির্ধারিত সময়ে কেউ হল ত্যাগ না করে তাহলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হবে। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম