Logo
Logo
×

শিক্ষাঙ্গন

স্মার্ট দেশ গড়তে স্মার্ট জেনারেশন তৈরি করতে হবে: শিক্ষামন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ১১:০১ পিএম

স্মার্ট দেশ গড়তে স্মার্ট জেনারেশন তৈরি করতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট সিটিজেন এবং স্মার্ট জেনারেশন তৈরি করতে। রোববার সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) একাদশ সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের প্রতিনিধি হিসাবে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী। এতে সমাবর্তন বক্তা হিসাবে বক্তব্য রাখেন আমেরিকার জর্জটাউন ইউনিভার্সিটির অধ্যাপক ড. ফ্রাঙ্কো গান্ডোলিফ। সমাবর্তন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিআইইউর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান। ভ্যালিডেকটোরিয়ান বক্তব্য দেন সাংবাদিকতা বিভাগের গ্র্যাজুয়েট মো. মেহরাবুল হক।

শিক্ষামন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট সিটিজেন এবং স্মার্ট জেনারেশন তৈরি করতে হবে এবং শুধু স্মার্ট ফোন হাতে নিলেই স্মার্ট জেনারেশন হবে না। তাকে মন মানসিকতায় স্মার্ট হওয়ার জন্য গ্লোবাল  সিটিজেন হতে হবে। 

তিনি বলেন, গ্লোবাল সিটিজেন  হতে হলে ভেল্যু সিস্টিমের জায়গায় টলারেন্সের ন্যায় একটা মানসিকতা থাকতে হবে। তাকে নন কমিউনাল মানুষ হতে হবে। তার অন্য ধর্ম, সম্প্রদায় ও সংস্কৃতির প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব থাকতে পারবে না। তাকে সহনশীল হতে হবে। 

পাশাপাশি দক্ষতার জায়গায় তাকে আজীবন ‘লাইফ লং লারনার’ হওয়ার একটা মানসিকতা অবশ্যই ধারণ করতে হবে। তাহলেই সে স্মার্ট মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে এবং সেই স্মার্ট মানুষদের নিয়েই আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।

এবারের সমাবর্তনে ৬২৮৪ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১২ জন গ্র্যাজুয়েটকে চ্যান্সেলর, চেয়ারম্যান ও উপাচার্যসহ বিভিন্ন ক্যাটাগরিতে ‘স্বর্ণপদক’ প্রদান করা হয়। 

এবারের সমাবর্তনে চ্যান্সেলর অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কাওসার হোসেন ও সুমাইয়া আকতার সাম্মী, ব্যবসায় প্রশাসন বিভাগের জান্নাতুল ফেরদৌস মিম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের নাদিম খান শান্ত এবং কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের  মো. মাহামুদুল হাসান সুমন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম