Logo
Logo
×

শিক্ষাঙ্গন

পবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনার অভিযোগে প্রশাসনিক ভবন ঘেরাও

Icon

পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৭ পিএম

পবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনার অভিযোগে প্রশাসনিক ভবন ঘেরাও

এক কর্মকর্তার হাতে শিক্ষক লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)। রোববার সকাল সাড়ে ১০টায় অভিযুক্ত কর্মকর্তা প্রোভিসির পিও শামসুল হক রাসেলের বিচারের দাবি তুলে বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক ভবন ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। 

এর আগে শনিবার রাত ৯টায় পবিপ্রবির শিক্ষক-কর্মকর্তাদের জন্য নির্ধারিত কৃষিকুঞ্জের ডাইনিং কক্ষে এ ঘটনা ঘটে। 

শিক্ষক সমিতির কাছে দেওয়া লিখিত অভিযোগে সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বলেন, অভিযুক্ত রাসেল শনিবার তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগাল করে এবং উপস্থিত অন্য শিক্ষকদের সামনেই শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ছাড়া পরবর্তীতে দেখে নেওয়ার হুমকি দেয়। বর্তমানে ভুক্তভোগী শিক্ষকের ওপর জীবননাশের হুমকি রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে লিখিত অভিযোগপত্রে।

ঘটনার বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা শামসুল হক (রাসেল) বলেন, ওই শিক্ষকের সঙ্গে আমার শুধু কথা কাটাকাটি হয়েছে। এর বাইরের অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। 

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জেহাদ পারভেজ বলেন, ঘটনার পরে ভুক্তভোগী শিক্ষক আমাকে মোবাইলে বিষয়টি অবগত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত যুগান্তরকে জানান, দাপ্তরিক কাজে তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। এ ধরনের ঘটনা ঘটে থাকলে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম