Logo
Logo
×

শিক্ষাঙ্গন

যুগান্তর সম্পাদক

সুস্থ সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলা সৃষ্টিশীল প্রজন্ম গঠনে ভূমিকা রাখে

Icon

দক্ষিণখান (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২০ পিএম

সুস্থ সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলা সৃষ্টিশীল প্রজন্ম গঠনে ভূমিকা রাখে

খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চা সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর ভূমিকা রাখে। খেলাধুলা মানসিক বিকাশ ও শরীর গঠনে সহায়তা করে। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটে। খেলোয়াড়সুলভ মনোভাব তৈরির দ্বার উন্মুক্ত হয়। 

রোববার রাজধানীর ডুমনি আমিরজান হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি যুগান্তর সম্পাদক সাইফুল আলম এসব কথা বলেন। 

সকাল ১০টায় আমিরজান হাইস্কুল মাঠে ‘ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল’, ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনালী ডেভেলপমেন্ট অ্যান্ড প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মো. ইসরাফিল আশরাফ। 

অনুষ্ঠানে আমিরজান হাইস্কুলের সভাপতি ও ব্রাদার্স ফার্নিচারের পরিচালক শিরিন হাবিবকে সম্মাননা জানানো হয়। তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সাইফুল আলম আরও বলেন, আজকের ছেলেমেয়েরা অনেক মেধাবী। তারা অনেক এগিয়ে গেছে। কিন্তু এ অবস্থা এক সময় ছিল না। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা সুযোগ পেয়েছ; তোমরা স্বপ্ন দেখবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে। নিপীড়িত মানুষের পাশে দাঁড়াবে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়াবে। 

মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে আমিরজান হাইস্কুল ভূমিকা পালন করায় বিশেষ অতিথি ইসরাফিল আশরাফ স্কুলের প্রধান শিক্ষকের ভূয়সী প্রশংসা করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-আমিরজান হাইস্কুলের পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান, আমিরজান হাইস্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. সাইদুর রহমান দিপু, আমিরজান কলেজের ভাইস প্রিন্সিপাল হাসিনা আক্তার নূপুর, কেএসি গ্রুপের পরিচালক আবিদ আলম চৌধুরী, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রফেসর ড. মো. আতাউর রহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তানজিনা তাবাসসুম, কেএসি গ্রুপের চেয়ারম্যান মুসতাহিবা হামিদ কোরাইশী, সিআরপির দাতা সদস্য মুস্তাফিজা হামিদ কোরাইশী, জাফর ইকবাল, মোক্তার হোসেন, সাবিনা ইয়াসমিন, সুলতানা রহমান প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম