Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ব্যাডমিন্টন খেলা নিয়ে শাবিতে মারামারি, আহত ৩

Icon

শাবি প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ১০:৫৫ পিএম

ব্যাডমিন্টন খেলা নিয়ে শাবিতে মারামারি, আহত ৩

ব্যাডমিন্টন খেলার কোর্টকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে রসায়ন বিভাগের দুই এবং নৃবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী আহত হয়েছেন। তারা হলেন রসায়ন বিভাগের ২০২১-২২ সেশনের অর্পণ ও আরাফাত।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-বি’র মাঠে শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

তিনি বলেন, নৃবিজ্ঞান বিভাগ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ‘বি’ বিল্ডিং গ্রাউন্ডে ব্যাডমিন্টন কোর্টে কথা কাটাকাটির জেরে এ মারামারি হয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে। রসায়ন বিভাগের দুই শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পেয়েছি। তাদের খোঁজখবর নেওয়া হয়েছে।

তিনি বলেন, আপাতত শিক্ষার্থীদের সঙ্গে বসে আলোচনা হয়েছে। শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দিলে দুই বিভাগের শিক্ষকদের নিয়ে এ বিষয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ঘটনায় দোষীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে মারধরের বিষয়ে জানতে চাইলে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরিয়ান বলেন, আমি কাউকে মারধর করিনি। আমরা গিয়ে দেখি রসায়ন বিভাগের শিক্ষার্থীরা আমার বন্ধু শাফায়াতকে মারধর করেছে। তাকে ওসমানী মেডিকেলে নেওয়া হয়েছে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম