Logo
Logo
×

শিক্ষাঙ্গন

গুচ্ছে থাকতে নারাজ ইবি শিক্ষকরা

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ১০:৫২ পিএম

গুচ্ছে থাকতে নারাজ ইবি শিক্ষকরা

গুচ্ছ ভর্তি পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার মত দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকরা। মঙ্গলবার শিক্ষক সমিতির সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সমিতির সভাপতি প্রফেসর ড. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

সভা সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুচ্ছ পদ্ধতিতে গেলে ভর্তি কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে প্রশাসনকে আগামী তিন দিনের মধ্যে এককভাবে ভর্তি পরীক্ষার বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। বুধবার ভিসিকে চিঠির মাধ্যমে এসব সিদ্ধান্ত জানানো হবে। 

ক্যাম্পাস সূত্রে জানা যায়, এর আগে ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার বিষয়েও শিক্ষক সমিতি একই সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তবে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও রাষ্ট্রপতির অভিপ্রায়ে সে সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। তাই এ বছরও শেষপর্যন্ত সিদ্ধান্তে পরিবর্তন আসবে কিনা তা নিয়ে শিক্ষকদের মাঝেই সংশয় দেখা গেছে।

শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আনোয়ার হোসেন বলেন, সভায় সর্বসম্মতিক্রমে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি না নেওয়ার বিষয়ে আমরা একমত হয়েছি।

এর আগের বছরগুলোর মতো রাষ্ট্রপতির অভিপ্রায় ও ইউজিসি অনুরোধ করার বিষয়ে তিনি বলেন, সময় বলে দেবে পরবর্তীতে কী হবে। সেক্ষেত্রে কার্যনির্বাহী পরিষদ বসে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম