রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি লাবু, সম্পাদক মারুফ
রাবি প্রতিনিধি
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪, ১০:৫৫ পিএম
দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি লাবু হককে সভাপতি ও দৈনিক সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মারুফ হাসানকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে।
বুধবার দুপুরে রাকসু ভবনে অবস্থিত রিপোর্টার্স ইউনিটির নিজস্ব কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়।
২০২৩-২৪ মেয়াদে ১৩ সদস্যবিশিষ্ট নতুন এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন সদ্য বিদায়ী কমিটির সভাপতি শাহিনুর খালিদ ও সাধারণ সম্পাদক আসিফ আহমেদ দিগন্ত।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ফাহিম আহমেদ (বিডিনিউজ২৪), যুগ্ম- সাধারণ সম্পাদক রায়হান ইসলাম (বাংলাদেশ প্রতিদিন), অর্থ-সম্পাদক মো. সোহাগ আলী (চ্যানেল২৪/ দৈনিক আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক মাহবুব বিল্লাহ (দি বাংলাদেশ টুডে), প্রশিক্ষণ সম্পাদক অমর্ত্য রায় (পদ্মাটাইমস২৪), দপ্তর সম্পাদক আলজাবের আহমেদ (ডেইলি বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইবতেসাম শান্ত (নিউজজি২৪, পদ্মাটাইমস২৪), এবং অভ্যর্থনা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আছিয়া খাতুন (খোলা কাগজ/ বার্তা২৪), পরিকল্পনা ও কর্মসূচি বিষয়ক সম্পাদক স্বজন রায় (ঢাকা প্রকাশ) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আল ফাহাদ (ঢাকা টাইমস)।
কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন- আলিম খান (মুহূর্ত নিউজ)।
এছাড়া সদ্যবিদায়ী সভাপতি শাহিনুর খালিদ ও সাধারণ সম্পাদক আসিফ আহমেদ দিগন্ত কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন।
কমিটি ঘোষণার পর নতুন এই কমিটিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ ক্রিয়াশীল অন্যান্য সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী এবং রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা জানিয়েছেন।