Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ইডেন কলেজের শিক্ষক আবু সালেহ নোমানের পিএইচডি ডিগ্রি অর্জন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ১২:৪৬ পিএম

ইডেন কলেজের শিক্ষক আবু সালেহ নোমানের পিএইচডি ডিগ্রি অর্জন

আবু সালেহ নোমান

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ডক্টরেট অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি অর্জন করেছেন ইডেন মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবু সালেহ মুহাম্মদ নোমান। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় নোমানসহ আরও ১৩ জনের পিএইচডি ডিগ্রির অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

নোমানের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায়। বাবার নাম মুহাম্মদ মোস্তফা আর মায়ের নাম রাজিয়া সুলতানা। তার প্রয়াত বাবা মোস্তফা ছিলেন পেশায় একজন শিক্ষক। আর মা গৃহিনী। ৫ম ও ৮ম শ্রেণিতে তিনি যথাক্রমে ট্যালেন্টপুল সেকেন্ড গ্রেডে ও ফার্স্ট গ্রেডে বৃত্তি পেয়েছিলেন।

এরপর তিনি এসএসসিতে ১৪তম ও এইচএসসিতে স্টার লাভ করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন। ঢাবির সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্সে প্রথম শ্রেণিতে ৪র্থ এবং মাস্টার্সে প্রথম শ্রেণিতে তৃতীয় স্থান লাভ করেন তিনি।

কর্মজীবনে নোমান ২৮তম বিসিএসের (শিক্ষা ক্যাডার) মাধ্যমে ২০১০ সালে নিজ জেলার লক্ষ্মীপুর সরকারি কলেজে যোগদান করেন। দেশি-বিদেশি জার্নালে তার বেশকিছু গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া একাধিক একাডেমিক বইয়ের রচয়িতা ইডেন কলেজের এই শিক্ষক। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিয়ে গবেষণা করেছেন তিনি। তার পিএইচ‌ডি থি‌সি‌সের শি‌রোনাম ছিল- Coastal Community, Poverty and Climate Change Adaptation: An Anthropological Study of Bayer Char Community.

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম