Logo
Logo
×

শিক্ষাঙ্গন

বর্তমান শিক্ষার্থীদের বাদ রেখে হীরকজয়ন্তী, রাবির মন্নুজান হলগেটে তালা

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩, ১০:৩৩ পিএম

বর্তমান শিক্ষার্থীদের বাদ রেখে হীরকজয়ন্তী, রাবির মন্নুজান হলগেটে তালা

হলগেটে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মন্নুজান হলের আবাসিক শিক্ষার্থীরা। বর্তমান শিক্ষার্থীদের বাদ রেখে হীরকজয়ন্তী উদযাপনের আয়োজন করার বিরুদ্ধে দেওয়া প্রতিবাদলিপির জবাব না পাওয়ায় বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় হলগেটে তালা দেন তারা।

পরে এদিন দুপুর ১২টার দিকে হল প্রাধ্যক্ষ ও আয়োজক কমিটির অভিযুক্ত সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে দাবি মেনে নিলে আন্দোলন স্থগিত করেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া হলের হীরকজয়ন্তী উদযাপনে অংশগ্রহণ নিয়ে গত সোমবার (২ অক্টোবর) আয়োজক কমিটির যুগ্ম-আহবায়ক বর্তমান শিক্ষার্থীদের হেয় করে মন্তব্য করেন। এর প্রেক্ষিতে বুধবার হল প্রাধ্যক্ষ বরাবর প্রতিবাদলিপি দিয়ে ২ দফা দাবি জানান বর্তমান শিক্ষার্থীরা। নির্ধারিত সময়সীমার মধ্যে প্রতিবাদলিপির জবাব না দেওয়ায় হলগেটে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

প্রতিবাদ লিপিতে বর্তমান শিক্ষার্থীদের দাবি দুইটি ছিল- শিক্ষার্থীদের সঙ্গে হীন আচরণ করায় হীরকজয়ন্তী ও পুনর্মিলনী আয়োজক কমিটির যুগ্ম-আহবায়ক অধ্যাপক জান্নাতুল ফেরদৌস শিল্পীকে শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং সব ব্যানার থেকে ‘হীরকজয়ন্তী’ শব্দের ব্যবহার মুছে ফেলতে হবে।

আন্দোলনের বিষয়ে মন্নুজান হলের আবাসিক শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস পিউ বলেন, আমাদের হলের হীরকজয়ন্তী ও পুনর্মিলনীতে অংশগ্রহণ করা সূত্রে উদযাপন কমিটির যুগ্ম-আহবায়ক বর্তমান শিক্ষার্থীদের হেয় করে মন্তব্য করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে আমরা বুধবার হল প্রভোস্টের কাছে প্রতিবাদলিপি জমা দিয়েছিলাম। তিনি যথাসময়ে কোনো সিদ্ধান্ত না জানানোয় আমরা হলে গেটে তালা দিয়েছিলাম। কর্তৃপক্ষ আমাদের দাবিগুলো মেনে নেওয়ায় আমরা আন্দোলন স্থগিত করেছি।


সার্বিক বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক রাশিদা খাতুনের মন্তব্য জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম