Logo
Logo
×

শিক্ষাঙ্গন

চার দফা দাবিতে অনশনে ম্যাটস শিক্ষার্থীরা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ০২:০৩ এএম

চার দফা দাবিতে অনশনে ম্যাটস শিক্ষার্থীরা

চার দফা দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বসেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। টানা আন্দোলন কর্মসূচির ৪৯তম দিন ধরে এ কর্মসূচি পালন করছেন তারা। মহাখালীর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সামনে মঙ্গলবার এ অনশন কর্মসূচি পালন করেন তারা।

আন্দোলনকারীরা বলেন, ১৬ আগস্ট থেকে চার দফা দাবিতে সারা দেশের সব সরকারি ও বেসরকারি ম্যাটস শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন, ছাত্র ধর্মঘট, সরকারি ম্যাটসের প্রশাসনিক ভবনে তালাবদ্ধ কর্মসূচি পালন করেছেন। এ সময় তারা স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সামনেও অবস্থান কর্মসূচি পালন করেন।

চার দফা দাবিগুলো হলো, বঙ্গবন্ধুর প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষার সুযোগ দেওয়া। অনতিবিলম্বে চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে আগের মতো এক বছরের ইন্টার্নশিপসহ অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করা। এলাইড হেলথ শিক্ষা বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে বোর্ড গঠন করা। অনতিবিলম্বে শূন্য পদে নিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম