Logo
Logo
×

শিক্ষাঙ্গন

গণরুম-গেস্টরুমে নির্যাতন বন্ধের দাবিতে ঢাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ১০:২২ পিএম

গণরুম-গেস্টরুমে নির্যাতন বন্ধের দাবিতে ঢাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে গণরুম-গেস্টরুমে ছাত্রলীগের শিক্ষার্থী নির্যাতন বন্ধ, প্রথম বর্ষ থেকেই বৈধ সিট নিশ্চিত করা এবং সারা দেশে ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন। 

সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ইসলামী ছাত্র আন্দোলনের ঢাবি শাখার উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ হয়। পরবর্তী সময়ে বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্য থেকে জাতীয় শহিদ মিনারের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়। 

সমাবেশে দলটির ঢাবি সভাপতি ইয়াসিন আরাফাত বলেন, গেস্টরুমে শিক্ষার্থীদের সঙ্গে দাসের মতো ব্যবহার করা হয়। ঢাবি শিক্ষার্থীরা অনার্স শেষ করলেও ভালো সিট পায় না। কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাহবুব নাহিয়ান বলেন, সাধারণ মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। 

সমাবেশে ঢাবি শাখার সাধারণ সম্পাদক খাইরুল আহসান মারজানের সঞ্চালনায় আরও বক্তৃতা করেন কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আল আমিন, ঢাবি শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম