Logo
Logo
×

শিক্ষাঙ্গন

শাবিতে চূড়ান্ত ভর্তি শেষে আসন ফাঁকা ১৬২

Icon

শাবি প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩, ১১:১২ পিএম

শাবিতে চূড়ান্ত ভর্তি শেষে আসন ফাঁকা ১৬২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে তৃতীয় দিনের মতো চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষে ‘এ’, ‘বি’ ও ‘সি’ এ তিন ইউনিটে ভর্তি হয়েছেন মোট ১ হাজার ৪০৪ জন শিক্ষার্থী। মোট আসন খালি রয়েছে ১৬২টি।

মঙ্গলবার রাতে শাবির ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. মাহবুবুল হাকিম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২৭-২৯ আগস্ট এই তিন দিন আমরা স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিয়েছি। ‘এ’, ‘বি’ ও ‘সি’ এ তিন ইউনিটে কোটা ব্যতীত বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ১ হাজার ৫৬৬টি। এর মধ্যে মোট ভর্তি হয়েছেন ১ হাজার ৪০৪ জন শিক্ষার্থী। এখনো ১৬২টি আসন খালি রয়েছে। এছাড়া কোটায় ১৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

খালি আসন পূরণে সিরিয়ালে থাকা অন্যান্য শিক্ষার্থীদের ডাকা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা গুচ্ছভর্তি কমিটির ওপর নির্ভর করছে। তারা সিদ্ধান্ত নিলে আমরা বাকি আসন পূরণে শিক্ষার্থীদের ভর্তি নেব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম