Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ইবির সেই ৫ ছাত্রীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ১২:২৫ পিএম

ইবির সেই ৫ ছাত্রীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমের আলোচিত ছাত্রী নির্যাতনের ঘটনায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সোমবার জরুরি সিন্ডিকেট ডেকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বিকাল ৪টায় ভিসির বাসভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সিন্ডিকেট সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান।

তিনি বলেন, রোববার বিষয়টি নিয়ে শৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে; কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। সোমবার জরুরি সিন্ডিকেট ডাকা হয়েছে, সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। যারা সরাসরি থাকতে পারবে না, তারা অনলাইনে যুক্ত হবেন।

আরও পড়ুন: সীমান্তে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ যুবক আটক

এর আগে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় অভিযুক্ত পাঁচ ছাত্রীকে এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ২৬ জুলাই বিষয়টি নিয়ে উচ্চ আদালতে রিট শুনানিতে এক বছরের বহিষ্কারাদেশকে বাতিল করে পুনরায় সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেন আদালত। আগামী ২৩ আগস্ট আদালতে এ সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম