Logo
Logo
×

শিক্ষাঙ্গন

বিষের বোতল হাতে নিয়ে ভাইভা বোর্ডে চাকরি প্রার্থী

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩, ০২:৫৫ পিএম

বিষের বোতল হাতে নিয়ে ভাইভা বোর্ডে চাকরি প্রার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মালী পদে চাকরির জন্য বিষের বোতল নিয়ে ভাইভায় অংশ নিয়েছেন এক প্রার্থী। 

শনিবার বেলা সাড়ে ১১টায় ভিসির বাংলোয় বিশ্ববিদ্যালয়ের মালী পদের নিয়োগ বোর্ড চলাকালে এ ঘটনা ঘটে। আবেদনকারী ওই চাকরি প্রার্থীর নাম হাসমত। তিনি বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় বাস করেন। চাকরি পাওয়া নিশ্চিত করতে তিনি এমন সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন নিয়োগ বোর্ডে উপস্থিত থাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান।

জানা যায়, হাসমত ২০ থেকে ২২ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রি শাখায় দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করেন। এ সূত্র ধরে তিনি স্থায়ী মালীর পদে আবেদন করেন। ভাইভাতে উপস্থিত হয়ে তিনি আবেগের বশে এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা যায়। 

আরও পড়ুন: পূবালী ব্যাংকে বড় দুই পদে ৪০ জনের চাকরির সুযোগ

এ সময় বোর্ডে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভুঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. রুহুল কেএম সালেহ উপস্থিত ছিলেন। ঘটনার পর তার কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। তার মুচলেকা ও বিষের বোতল সিলগালা করে প্রক্টর অফিসে রেখে দেওয়া হয়েছে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আলী হাসান বলেন, উনি নিয়োগ পাওয়ার জন্য বিষের বোতল নিয়ে ভাইভা দিতে আসেন। পরে আমরা ইবি থানার ওসিকে খবর দিয়ে তার উপস্থিতিতে তার কাছে অঙ্গীকারনামা লিখে নেওয়া হয় এবং পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ঘটনার সময় ভিসি স্যারের পিএস আমাকে ফোনে জরুরি ডাকেন। দুজন সহকারী প্রক্টর নিয়ে আমি গিয়ে দেখলাম টেবিলের ওপর একটা বিষের বোতল রাখা আছে। বোর্ডের সদস্যদের মাধ্যমে জানতে পারলাম ওই লোক নিয়োগ পাওয়ার জন্য বিষের বোতল নিয়ে ভাইভা দিতে এসেছেন। এমনকি তাকে নিয়োগ না দিলে তিনি বিষ খেতেও উদ্যত হন। পরে আমরা ইবি থানার ওসির উপস্থিতিতে বিষের বোতল এবং ওই লোকের অঙ্গীকারনামা লিখে প্রক্টর অফিসে জমা রেখেছি।

এ বিষয়ে ইবি থানার ওসি আননূর যায়েদ বিপ্লব বলেন, তাকে আমাদের কাছে ইবি প্রশাসন হস্তান্তর করেনি। হস্তান্তর করলে আমরা আইনি প্রক্রিয়ায় পদক্ষেপ নিতে পারব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম