Logo
Logo
×

শিক্ষাঙ্গন

একদফা দাবিতে ঢাবি ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ০৩:৩৫ পিএম

একদফা দাবিতে ঢাবি ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ 

একদফা দাবিতে ঢাবি ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ 

ভোটাধিকার রক্ষা, নিরাপদ ক্যাম্পাস ও ফ্যাসিবাদী সরকারের পদত্যাগের একদফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীবের নেতৃত্বে বেলা ১২টায় রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ কর্মসূচি সঞ্চালনায় ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব বলেন, আওয়ামী লীগ গত পনের বছরে মুক্তিযুদ্ধের চেতনার নামে সাড়ে তিন হাজার বিচার বহির্ভূত হত্যা, সাত শত গুম,  লক্ষ লক্ষ বিরোধী দলের নেতা কর্মীদের নামে মামলা ও হামলা করেছে। নাগরিকদের ভোটাধিকার হরণ, শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, ব্যাংক সবকিছু ধ্বংস করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। তাই দেশের এই রাজনৈতিক সংকটে আমরা নিম্নোক্ত পন্থায় মুক্তি সম্ভব বলে মনে করছি- 

১. ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্য গঠনে ছাত্র সংগঠনসমূহ ও শিক্ষার্থীদের অংশগ্রহণ। 
২. ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ দাবিতে সকল বিরোধী দলের চলমান আন্দোলনে ছাত্র সমাজের অংশগ্রহণ। 
৩. নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান। 

ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা বলেন, বাংলাদেশের স্বাধীকার আন্দোলনের পরতে পরতে ছাত্রদের রক্তমাখা ইতিহাস লেখা রয়েছে। বাংলাদেশ এখন একই ক্রান্তি লগ্ন পার করছে। ভোটাধিকার রক্ষা, তরুণদের কর্মসংস্থান, নিরাপদ ক্যম্পাস ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। এই আওয়ামী লীগ সরকারের দ্বারা সন্ত্রাসী চুরি ডাকাতি ছাড়া আর কিছু সম্ভব নয়। তাই আমরা এই ভোটারবিহীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ চাই। 

তিনি বলেন, ফুলপরির মতো বিবস্ত্র করে যারা ছাত্রীদের নির্যাতন করে, আবু বকর, আবরারের মতো যারা ছাত্রদের খুন করে তাদের ক্যাম্পাস থেকে অবাঞ্চিত করতে হবে।।ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে যে সকল রাজনৈতিক দল রাজপথে আন্দোলন করছেন, আমরা ছাত্রদের পক্ষ থেকে আপনাদের সমর্থন জানাচ্ছি। নিরপেক্ষ সরকার, সংবিধান সংস্কার, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে ছাত্র সমাজের পক্ষ থেকে ও আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে যা আপনাদের হাতে তুলে দিতে চাই। ক্রিয়াশীল ছাত্র সংগঠনসমূহ ও শিক্ষার্থীদের প্রতি এই বৃহত্তর আন্দোলনে অংশগ্রহণ করার বিশেষ আহবান জানাচ্ছি, সকলের অংশ গ্রহণ এই আন্দোলনকে আরও গতিশীল ও সফলতার দিকে নিয়ে যাবে।

কর্মসূচিতে ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাব্বির হোসাইন, শাকিল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, বিজ্ঞান সম্পাদক আখতারুজ্জামান সম্রাট, মহানগর দক্ষিণ সভাপতি আসাদ বিন রনি, সেক্রেটারি অর্ণব হোসাইন, তিতুমীর কলেজ শাখার সভাপতি নেওয়াজ খান বাপ্পি, সেক্রেটারি মোহাম্মদ আবু রায়হান, বাঙলা কলেজের সেক্রেটারি আকাশ চৌধুরী, ঢাক জেলা দক্ষিণের তাহসান খান শান্ত, আকিব হোসাইনসহ বিভিন্ন শাখার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম