Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ঢাকা শিক্ষা বোর্ডের বিভাগীয় আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ জুন ২০২৩, ০৩:৪৯ এএম

ঢাকা শিক্ষা বোর্ডের বিভাগীয় আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা

ছবি: সংগৃহীত

ঢাকা শিক্ষা বোর্ড আয়োজিত বিভাগীয় আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ঢাকা ছাড়াও ফরিদপুর, কিশোরগঞ্জ ও ঢাকা মহানগর জোন আংশ নেয়। এতে মেয়েদের দলগত এবং ব্যক্তিগত ইভেন্টে চ্যাম্পিয়ন হয় কিশোরগঞ্জ জোন।

চাকতি নিক্ষেপে রানারআপ হয়েছে সাভার ল্যাবরেটরি কলেজের জান্নাতুন নাহার। রিলে দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছে রেসিডেন্সিয়াল মডেল কলেজ।

অধ্যাপক এটিএম মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সপ্তাহব্যপী আয়োজনের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন, ঢাকা শিক্ষা বোর্ড সচিব প্রফেসর আজাদ হোসন চৌধুরী, রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, ল্যবরেটরী কলেজের সহকারী অধ্যাপক ও ক্রীড়া কমিটির আহ্বায়ক আব্দুর রহমান ফাহিমসহ অন্যান্য কলেজের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাভার ল্যাবরেটরী কলেজের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ সালেহ উদ্দিন ও কলেজ প্রিন্সিপাল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ধারাবাহিক সফলতার জন্য কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম