Logo
Logo
×

শিক্ষাঙ্গন

শাবির ১০ শিক্ষার্থী বহিষ্কার

Icon

শাবি প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৩, ০১:৩৯ এএম

শাবির ১০ শিক্ষার্থী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার বিভাগের মোট ১০ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ২২৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এদিন বিকালে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য জানান, ক্লাসে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গুলশান আহমেদকে দুই বছরের (চার সেমিস্টার) জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার আদেশ বহাল থাকা অবস্থায় হলে ও ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না তিনি।

জানা যায়, সহপাঠীকে মারধর করার অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়।

পাশাপাশি বাংলা বিভাগের একই বর্ষের সালমা আক্তার বিথী নামের আরেক শিক্ষার্থীকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য দুই বছরের (চার সেমিস্টার) জন্য বহিষ্কার করা হয়েছে। জানা যায়, পরীক্ষায় অতিরিক্ত উত্তরপত্রে আগে লিখে নিয়ে এসে পরীক্ষায় জমা দেওয়ার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।

এছাড়াও অর্থনীতি বিভাগের স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ জন এবং স্নাতকোত্তর ২০২০-২১ শিক্ষাবর্ষের পাঁচজন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের একজন এবং রসায়ন বিভাগের একজন শিক্ষার্থীকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য একটি করে কোর্স বাতিল করা হয়েছে। পরবর্তী সেমিস্টারে তারা এ কোর্স রেজিস্ট্রেশন করতে পারবেন বলে জানা যায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম