Logo
Logo
×

শিক্ষাঙ্গন

গুচ্ছ ভর্তিতে জবি কেন্দ্রে পরীক্ষা দেবে ৯৩ হাজার শিক্ষার্থী

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৩, ১০:৫৬ পিএম

গুচ্ছ ভর্তিতে জবি কেন্দ্রে পরীক্ষা দেবে ৯৩ হাজার শিক্ষার্থী

সমন্বিত গুচ্ছভুক্ত ২২টি সরকারি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য আবেদন শেষ হয়েছে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিতে মোট ৯৩ হাজার ৫২২ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

সোমবার গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহবায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য মোট তিন লাখ তিন হাজার ২৩১ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে ৯৩ হাজার ৫২২ জন শিক্ষার্থী আবেদন করেছে; যা দেশের মধ্যে সর্ববৃহৎ।

উপাচার্য আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে বিজ্ঞান ইউনিটে মোট ৫৬ হাজার ৫৩৬ জন, মানবিক ইউনিটে ২১ হাজার ৬৫ জন ও বাণিজ্য ইউনিটে ১৫ হাজার ৯২১ জন আবেদন করেছে। আসন্ন পরীক্ষার জন্য আমরা সার্বিক প্রস্তুতি নিচ্ছি।

গুচ্ছের মোট আবেদনের বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ড. মো. ইমদাদুল হক আরও বলেন, সারা দেশে মোট তিন লাখ তিন হাজার ২৩১ জন শিক্ষার্থী আবেদনের মধ্যে ‘এ’ ইউনিটে অর্থাৎ বিজ্ঞান বিভাগে আবেদন করেছেন ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন, ‘বি’ ইউনিটে অর্থাৎ মানবিক বিভাগে আবেদন জমা পড়েছে ৯৬ হাজার ৪৩৪ জন এবং ‘সি’ ইউনিটে অর্থাৎ ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদন জমা পড়েছে ৩৯ হাজার ৮৬৪ জন। 

এদিকে রোববার গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা শেষ হয়। এর আগে জানানো হয়, ২০ মে মানবিক বিভাগ, ২৭ মে বাণিজ্য বিভাগ ও ৩ জুন বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর আগামী ৮ জুনের মধ্যে ফল প্রকাশ করা হবে।

এ বছর গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয় হলো: জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম