Logo
Logo
×

শিক্ষাঙ্গন

জাবির অনলাইনে ভর্তি আবেদন ৯ মে

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ০৮:৩১ পিএম

জাবির অনলাইনে ভর্তি আবেদন ৯ মে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ সেশনের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ৯ মে থেকে শুরু হচ্ছে।  চলবে ৩১ মে পর্যন্ত।

সোমবার (১৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব মো. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে- ভর্তি পরীক্ষার আবেদন ৯ মে সকাল ১০টায় শুরু হয়ে ৩১ মে রাত ১২টায় শেষ হবে। পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৬ জুন থেকে ২৪ জুন। এবার ইউনিট বেড়েছে দুইটি।  এ, বি ও সি ইউনিটের প্রতিটির জন্য ৯০০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়া সি-১, ডি, ই ও ইন্সটিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেউ) ইউনিটের আবেদন ফি ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এ ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, বি ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান ও আইন অনুষদ, সি ইউনিটের অধীনে কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, সি-১ ইউনিটে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ, ডি ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদ এবং ই ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগগুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ভর্তি পরীক্ষা এবার আলাদা ইউনিটে স্বনামে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৯ সাল ও এর পরবর্তী বছরে মাধ্যমিক/সমমানের পরীক্ষা এবং ২০২১ ও ২০২২ সালের উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যোগ্যতা অনুসারে যেকোনো ইউনিটে আবেদন করতে পারবেন। মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার চতুর্থ বিষয়সহ মোট জিপিএ গণনা করা হবে। এছাড়া জিসিই ২০১৭ সাল থেকে পরবর্তী সাল পর্যন্ত ও লেভেল পরীক্ষায় অন্তত পাঁচটি বিষয়ে এবং ২০২১ অথবা ২০২২ সালের এ লেভেল পরীক্ষায় অন্তত দুইটি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ও ডি ইউনিটের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ-৪ থাকতে হবে। বি ইউনিটের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় সমাজবিজ্ঞান অনুষদের জন্য পৃথকভাবে ন্যূনতম জিপিএ-৩.৫০ থাকতে হবে। তবে আইন অনুষদের জন্য ন্যূনতম জিপিএ-৪ থাকতে হবে। সি ও সি-১ ইউনিটের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ-৩.৫০ থাকতে হবে।

এছাড়া ই ইউনিটের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজনেস স্টাডিজ অনুষদের জন্য পৃথকভাবে ব্যবসায়, মানবিক ও অন্যান্য শাখায় ন্যূনতম জিপিএ-৩.৭৫ ও বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ-৪ থাকতে হবে। এবার ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউথর জন্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ-৪.৫ করে মোট জিপিএ-৯ এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক অনুষদের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ-৪ করে মোট জিপিএ-৮.৫ থাকতে হবে।

অন্যান্যবারের মতো এবারো সব ইউনিটে ৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সময় ৫৫ মিনিট। তবে ওএমআর পূরণের জন্য অতিরিক্ত পাঁচ মিনিট সময় দেওয়া হবে। এ ছাড়া সি ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা বিভাগের জন্য ২০ নম্বরের ব্যবহারিক পরীক্ষা পরবর্তী সময়ে নেওয়া হবে। সব ইউনিটের জন্য এমসিকিউ পরীক্ষার পাশ নম্বর ন্যূনতম ৩৩ শতাংশ।

এছাড়া এ ইউনিটে বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও আইসিটি; বি ইউনিটে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয় ও আইকিউ; সি ইউনিটে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়; সি-১ ইউনিটে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়, ডি ইউনিটে বাংলা, ইংরেজি, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিদ্যা ও বুদ্ধিমত্তা এবং ই ইউনিটে বাংলা, ইংরেজি, গণিত ও সমসাময়িক ব্যবসায়িক বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম