ঢাকা কলেজে বেড়েছে জিপিএ-৫, কমেছে সিটি কলেজে
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৮ পিএম
![ঢাকা কলেজে বেড়েছে জিপিএ-৫, কমেছে সিটি কলেজে](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/02/08/image-643131-1675872520.jpg)
২০২০-২১ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষায় গত বছরের তুলনায় ঢাকা কলেজে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবছর ঢাকা কলেজে জিপিএ-৫ পেয়েছে ১০৮১ জন শিক্ষার্থী; যা গত বছর ছিল ১০৪৫ জন। অন্যদিকে বিপরীত চিত্র দেখা গেছে ঢাকা সিটি কলেজে।
ঢাকা কলেজের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, এবার প্রতিষ্ঠানটি থেকে বিজ্ঞান বিভাগে ৮৭৬ জন, মানবিক থেকে ১৩৮ জন এবং ব্যবসা শিক্ষা বিভাগ থেকে ১৪০ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছেন ৮৭৪ জন এবং এই বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৮৬৫ শিক্ষার্থী।
মানবিক বিভাগ থেকে ১৩৮ জন পাশ করেছেন আর জিপিএ-৫ পেয়েছেন ১০৫ জন। এছাড়া ব্যবসায় শিক্ষা থেকে ১৩৯ জন পাশ করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ১১১ জন।
এদিকে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী ছিলেন ৯১৮ জন; যার মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৯১৭ জন, অকৃতকার্য হয়েছেন ১ জন শিক্ষার্থী। মানবিক বিভাগে ১২৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৪ পেয়েছেন ১১২ জন, জিপিএ-৫ পেয়েছেন ৯ জন শিক্ষার্থী।
ব্যবসায় শিক্ষা বিভাগের ১২৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১১৮ জন, জিপিএ-৪ পেয়েছেন ৬ জন শিক্ষার্থী। মোট জিপিএ-৫ পেয়েছে ১০৪৫জন শিক্ষার্থী।
ঢাকা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ বলেন, ‘যারা ফেল করেছে তারা হয়ত আমাদের পীড়াপীড়ির কারণেই পরীক্ষায় অংশ নিয়েছিল। কারণ যারা ফেল করেছে, তারা পরীক্ষা দিতে আগ্রহী ছিল না। আমরা তাদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে এসেছিলাম।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ঢাকা কলেজের অধ্যক্ষ বলেন, যে আশা নিয়ে দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীরা ভর্তি হয়, আমরা চেষ্টা করি নির্বিঘ্ন পরিবেশে পড়াশোনা করাতে। উচ্চ মাধ্যমিকের জন্য আরা অনার্স মাস্টার্সের ক্লাস বন্ধ রাখছি সকাল ৮ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত।
ঢাকা সিটি কলেজ
ঢাকা সিটি কলেজের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, এবার প্রতিষ্ঠানটি থেকে বিজ্ঞান বিভাগে ১৭৬৯ জন, মানবিক থেকে ১৩২ জন এবং ব্যবসা শিক্ষা বিভাগ থেকে ১৩৬০ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছেন ১৭৬২ জন এবং এই বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ১৫৩৬ শিক্ষার্থী।
মানবিক বিভাগ থেকে ১৩২ জন পাশ করেছেন আর জিপিএ-৫ পেয়েছেন ৬৩ জন। এছাড়া ব্যবসায় শিক্ষা থেকে ১৩৫৬ জন পাশ করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৫৮৬ জন। সকল বিভাগ থেকে মোট জিপিএ-৫ পেয়েছে ২১৮৫ জন। আর গত বছর মোট জিপিএ-৫ পায় ২৪১৯ জন শিক্ষার্থী।
এদিকে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী ছিলেন ১৭২৮ জন যার মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৬৮১ জন, মানবিক বিভাগে ১৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৮৩ জন শিক্ষার্থী। ব্যবসায় শিক্ষা বিভাগের ১২৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬৫৫ জন ।
এ বিষয়ে ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক বেদার উদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন, করোনার কারণে শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিল। আমরা তখন তাদের কাউন্সিলিং করেছি। একই সঙ্গে ঘাটতি পূরণে বিশেষ ক্লাস নেওয়ারও ব্যবস্থা করেছিলাম।