Logo
Logo
×

শিক্ষাঙ্গন

বাহাউল হক টেকনিক্যাল ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ১০:১২ এএম

বাহাউল হক টেকনিক্যাল ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের গোয়ালদী গ্রামে অবস্থিত বাহাউল হক টেকনিক্যাল ইনস্টিটিউটে গত ১৬ জানুয়ারি নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সাবেক এমপি এ এন এম বাহাউল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম আদালত ঢাকা ৩-এর সদস্য, জাতীয় শ্রমিক লীগের ট্রেড ইউনিয়ন সমন্বয়বিষয়ক সম্পাদক মো. ফিরোজ হোসাইন মিতা, বিশিষ্ট শিল্পপতি ইনস্টিটিউটের ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক ফারুক হোসেন ভুঁইয়া, বাহাউল হক পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল মীর মোহাম্মদ শাহীন, সিনিয়র সাংবাদিক মাসুদ সায়ান, শিক্ষানুরাগী মো. মহিউদ্দিন, মানিক মিয়া ও বিপ্লব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইনস্টিটিউটে নতুন ভর্তি হওয়া শতাধিক ছাত্রছাত্রীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নবীন বরণ অনুষ্ঠানে কয়েকশ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

পরে পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নবীন বরণের অনুষ্ঠান শেষ হয়।

নবীন বরণ অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্ব পালন করেন বাহাউল হক ফাউন্ডেশনের সিনিয়র এক্সিকিউটিভ লায়লা আফরোজ।

প্রধান অতিথি বাহাউল হক বলেন, একদিন আমি থাকব না, কিন্তু এ শিক্ষাপ্রতিষ্ঠান রয়ে যাবে। এই গ্রামে বাহাউল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষা ও স্বাস্থ্য খাতের যে পাঁচটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে,সেগুলো যেন আমার অনুপস্থিতিতেও সঠিকভাবে চলে সে জন্য সবার কাছে আমি আহ্বান জানাই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম