Logo
Logo
×

শিক্ষাঙ্গন

৪৩ তম বিসিএস প্রস্তুতি: সাধারণ জ্ঞান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২১, ১২:০২ পিএম

৪৩ তম বিসিএস প্রস্তুতি: সাধারণ জ্ঞান

ফাইল ছবি

৪৩ তম বিসিএস আসন্ন। আবেদনকারীরা ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন। সময় খুব বেশি হাতে নেই। এই সময়ে প্রয়োজন গুছানো প্রস্তুতি। 

প্রিলিমিনারির প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞান বিষয়ে আজ কিছু প্রশ্ন দেওয়া হলো- 

 
* কবে নাগাদ মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা করা হয়েছে?


-২০৩০ এর মধ্যে।

* মঙ্গল গ্রহের আকাশের রং কী? -অতিরিক্ত গোলাপি।

* মঙ্গল গ্রহের সর্বোচ্চ পর্বতের নাম কী?

-অলিম্পাসমনস।

* সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি?

-প্রক্সিমা সেন্টরাই।

* সর্বপ্রথম হ্যালির ধূমকেতু দেখা যায় কত সালে?

-১৭৫৯ সালে।

* প্রক্সিমা সেন্টরাই থেকে পৃথিবীর দূরত্ব কত?

-৩৮ লাখ কোটি কিমি.

* শেনঝোউ-৫ কী?

-চীনের প্রেরিত মনুষ্যবাহী মহাকাশযান।

* চীন কততম দেশ হিসাবে মহাকাশে মনুষ্যবাহী মহাকাশযানের সফল উৎক্ষেপণ করে? -তৃতীয়

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম