Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ইউল্যাবে রবীন্দ্র কাব্য সন্ধ্যা

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ০৬:৫০ পিএম

ইউল্যাবে রবীন্দ্র কাব্য সন্ধ্যা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম মহাপ্রয়াণ বার্ষিকী উপলক্ষে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও সেন্টার ফর হেরিটেজ স্টাডিজের যৌথ উদ্যোগে এক মনোমুগ্ধকর কবিতা আবৃত্তি সন্ধ্যার আয়োজন করা হয় ১১ আগস্ট ২০২০ অনলাইন প্লাটফর্ম জুমের মাধ্যমে।

‘আছে দুঃখ, আছে মৃত্যু’- শিরোনামে অনুষ্ঠিত আবৃত্তি সন্ধ্যায় আবৃত্তিকার ছিলেন মিস শ্যামোলিপি শ্যামা। রবীন্দ্র সঙ্গীতের সাথে আবৃত্তি এবং রবীন্দ্র কবিতার নাট্যরূপের দুই বাংলার পথিকৃৎ শ্যামোলিপি শ্যামা। গত অর্ধশত বছর ধরে রবীন্দ্র রচনা পাঠে ও উপস্থাপনে নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি। তার কবি মায়ের হাত ধরে দিনাজপুর জেলা শহর নবরুপীতে রবীন্দ্র চর্চার হাতেখড়ি। রবীন্দ্রনাথকে অন্তরে ধারণ করে তিনি তার ভালবাসার বহিঃপ্রকাশ করেছেন তার আবৃত্তির জাদুতে। এই অনুষ্ঠানে তিন রবীন্দ্র কবিতাকে এক ভিন্ন মাত্রায় উপস্থাপন করেন, রবীন্দ্র কবিতা তার কণ্ঠে পায় নতুন সুর যেখানে দর্শক-শ্রোতাদের হৃদয়ে নতুন করে রবি জেগে উঠে।

মনোমুগ্ধকর এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশের প্রথিতযশা প্রত্নতত্ত্ববিদ এবং ইউল্যাবের জেনারেল এডুকেশন ডিপার্টমেন্টের প্রধান অধ্যাপক শাহনাজ হুসনে জাহান। রবীন্দ্রপ্রেমী সকল শ্রেণির মানুষ ইউল্যাবের অফিসিয়াল ফেইসবুক পেজ থেকে লাইভের মাধ্যমে অনুষ্ঠানটি দেখার সুযোগ পায়। এছাড়া আমন্ত্রিত অতিথিবৃন্দ, ইউল্যাবের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ মনোজ্ঞ আবৃত্তি সন্ধ্যা উপভোগ করেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম