সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২০, ০৪:২৮ এএম

সিলেট সেনানিবাসে অবস্থিত সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে অনলাইনে শুরু হল আন্তঃহাউস সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২০।
মঙ্গলবার সকাল ১০টায় অনলাইনে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর আবু হায়দার মো. আসাদুজ্জামান।
প্রতিবছরের মতো এবারও নির্দিষ্ট সময়ে এসসিপিএসসি’র বিতর্ক প্রতিযোগিতা শুরু হলো। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি।
সংসদীর বিতর্ক প্রতিযোগিতার নিয়ম মেনে স্কুল পর্যায় (৬ষ্ঠ-১০ম) ও কলেজ পর্যায় (১১শ-১২শ) আলাদা দুটি বিভাগ এবং প্রত্যেক বিভাগকে চারটি হাউসে বিভক্ত করে বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে।
আগামী ২৫ জুলাই পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা।
মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলেও এসসিপিএসসি অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এরই মধ্যে এসসিপিএসসি দ্বিতীয় শ্রেণি অভীক্ষা গ্রহণ ও ফলাফল প্রদান করেছে।
আন্তঃহাউস সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২০ এর স্কুল ও কলেজ পর্যায়ে শহিদ সালাম, বরকত, রফিক ও শহিদ জব্বার হাউসে বিভক্ত করে প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার স্কুল পর্যায়ের গ্রপ পর্ব শেষ হয়েছে।
চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে আগামী ২৪ তারিখ ও সমাপনী অনুষ্ঠান হবে ২৫ জুলাই।