Logo
Logo
×

শিক্ষাঙ্গন

লকডাউন রাজশাহী বিশ্ববিদ্যালয়

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২০ মার্চ ২০২০, ১২:৩২ পিএম

লকডাউন রাজশাহী বিশ্ববিদ্যালয়

করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ক্লাস-পরীক্ষার বন্ধ ঘোষণার পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সব ধরনের প্রশাসনিক কার্যক্রমও বন্ধ করা হয়েছে। শুক্রবার থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুরোপুরি লকডাউন থাকবে।

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান সভায় সভাপতিত্ব করেন। বৈঠকের এ সিদ্ধান্ত আজ থেকে কার্যকর করা হয়েছে।

ছুটি চলাকালে শিক্ষক, স্থানীয় শিক্ষার্থী কিংবা বহিরাগতদের দলবদ্ধ হয়ে ক্যাম্পাসে প্রবেশেও কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ক্যাম্পাসে সব ফটকে দায়িত্বপালনকারী প্রহরীদের এই বিষয়ে দিকনির্দেশনা দিয়েছে প্রক্টর দফতর। এর আগে গত ১৮ মার্চ থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ এবং একই দিন বিকাল ৪টার মধ্যে প্রশাসনের নির্দেশে হল ছাড়েন শিক্ষার্থীরা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম