বেরোবিতে প্রথম প্রোভিসি ড. ডিনা, ট্রেজারার ড. হাসিবুর
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ১০ মার্চ ২০২০, ০৯:৪৬ পিএম
![বেরোবিতে প্রথম প্রোভিসি ড. ডিনা, ট্রেজারার ড. হাসিবুর](https://cdn.jugantor.com/assets/news_photos/2020/03/10/image-287577-1583855373.jpg)
অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা ও অধ্যাপক ড. হাসিবুর রশীদ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রতিষ্ঠার একযুগ পর প্রথমবারের মতো প্রোভিসি পদে নিয়োগ দেয়া হয়েছে বেরোবির বাংলা বিভাগের অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনাকে।
এ ছাড়া ট্রেজারার পদে নিয়োগ দেয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. হাসিবুর রশীদকে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী ৪ বছরের জন্য তাদের এ নিয়োগ দেয়া হয়।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন-২০০৯-এর ১২(১) অনুযায়ী অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনাকে আগামী ৪ বছরের জন্য প্রোভিসি পদে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন ২০০৯-এর ১৩(১) অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. হাসিবুর রশীদকে নিয়োগ প্রদানের বিষয়টি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। তবে রাষ্ট্রপতি প্রয়োজনবোধ করলে চার বছরের আগেই তাদের নিয়োগ বাতিল করতে পারেন।
প্রোভিসি ও ট্রেজারার পদে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন প্রাপ্য হবেন। বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট সব সুযোগ-সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতার প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন বলে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ১১ বছর পর প্রথম প্রোভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. ডিনা। এর আগে এ পদটি শূন্য ছিল। এ ছাড়া ড. হাসিবুর রশীদ দ্বিতীয় ট্রেজারার হিসেবে এই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেলেন। এর আগে গত দুই ভিসির আমলে ট্রেজারার পদটি স্ব-স্ব ভিসি দায়িত্বপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।