Logo
Logo
×

শিক্ষাঙ্গন

মোদির আগমনে ‘স্বাগত মিছিল’ করবে মুক্তিযুদ্ধ মঞ্চ

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২০, ১০:৪৬ পিএম

মোদির আগমনে ‘স্বাগত মিছিল’ করবে মুক্তিযুদ্ধ মঞ্চ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনে অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য ‘স্বাগত মিছিল’ করার ঘোষণা দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার ‘মুক্তিযুদ্ধ মঞ্চের’ একাংশের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে (ডুজা) মুজিববর্ষ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘মুক্তিযুদ্ধ মঞ্চের’ একাংশের নেতাকর্মীরা। 

সংবাদ সম্মেলন থেকে মুজিববর্ষ উপলক্ষে গৃহীত বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক মো. আল মামুন, মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমিনুল ইসলাম বুলবুল বলেন, মুজিববর্ষের অনুষ্ঠানে বাংলাদেশের পরমবন্ধু রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে ৯ মার্চ বিকাল ৩টায় বর্ণাঢ্য স্বাগত মিছিল আয়োজন করা হবে। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করবে। সারা দেশে মুক্তিযুদ্ধ মঞ্চের সব ইউনিটে ১০ থেকে ১৬ মার্চ পর্যন্ত স্বাগত মিছিল কর্মসূচি পালন করা হবে।

লিখিত বক্তব্যে বুলবুল বলেন, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের প্রধান মিত্র, পরমবন্ধু রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আসার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

কিন্তু বাংলাদেশের সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী জামায়াত-শিবির-বিএনপি-নুরুর গ্যাংরা নয়াদিল্লি­র ঘটনাকে অপব্যাখ্যা দিয়ে বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তারা বাংলাদেশ-ভারতের অকৃত্রিম বন্ধুত্বের সম্পর্ক বিনষ্টের ঘৃণ্য অপচেষ্টা চালাচ্ছে। যা সম্প্রতি জামায়াত-শিবির-বিএনপি-নুরুর গ্যাংদের শীর্ষ নেতৃত্বের ভারতবিরোধী বক্তব্যে প্রমাণিত হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম