পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ইবির ২২ শিক্ষার্থীর সাজা
ইবি প্রতিনিধি
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০, ১১:১৮ পিএম
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন শিক্ষাবর্ষের ২২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তির সুপারিশ করা হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় শৃঙ্খলা কমিটির ৫৬তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিন্ডিকেট সভায় অভিযুক্তদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আবদুল লতিফ।
পরীক্ষা নিয়ন্ত্রক দফতর সূত্রে জানা গেছে, শাস্তিপ্রাপ্তদের মধ্যে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ১১ জন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ব্যবস্থাপনা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২ জন করে শিক্ষার্থী এবং আইন ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন শিক্ষার্থী রয়েছেন।
এদের মধ্যে এক শিক্ষার্থীকে দুই বছর, তিন শিক্ষার্থীকে এক বছর ও ৬ শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে ১২ জন শিক্ষার্থীর একটি কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে।
ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারীর সভাপতিত্বে প্রশাসন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ লাভলুসহ সব অনুষদের ডিনরা।